শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাধবপুরে মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর বাজারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ৮ জনকে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) দুপুরে মাধবপুর পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুরে থানার এসআই আলাউদ্দিন।

জানা যায়, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন মাধবপুর পৌরশহরের অভিযান চালায়। এ সময় মাস্ক না পরার দায়ে ৮ জনকে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করে প্রশাসন।

এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নির্বাহী আয়েশা আক্তার জানান, এই অভিযান চলমান থাকবে, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে শহরে অভিযান চালানো হয়েছিল। এ সময় মাস্ক না পরায় ৮জনকে জরিমানা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com