শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মোবাইল ব্যবহারের খরচ আরও বাড়ছে

তরফ নিউজ ডেস্ক :- মোবাইল ফোন ব্যবহারের ট্যাক্স দিতে হবে ৩৩ দশমিক ২৫ শতাংশ। আগে মোবাইল ফোন ব্যবহারের ওপর গ্রাহক পর্যায়ে সাড়ে ২৭ শতাংশ ট্যাক্স ছিল। আগামী বছরের বাজেটে সেটি আরও ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া সব সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছিলেন। যেটি চলতি অর্থ বছরে ১০ শতাংশ আছে। সম্পূরক শুল্কের পাশাপাশি বর্তমানে গ্রাহকরা ১৫ শতাংশ ভ্যাট এবং আরও এক শতাংশ সারচার্জ দিয়ে আসছে সরকারকে।

জানা যায়, আজ রাত ১২টা থেকেই কার্যকর হতে পারে নতুন এই ট্যাক্স কাঠামো। নতুন ট্যাক্স কাঠামোতে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করতে তিনি সবমিলে ৭৫ দশমিক শূন্য ৫ টাকার সেবা পেতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com