শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নওগাঁয় চেম্বারের সাথে ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনের উদ্দেশ্যে চেম্বারের পরিচালকবৃন্দের সাথে জেলার ২৪টি ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভবন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক মোতাহার হোসেন পলাশ, পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল, পরিচালক সাজেদুল আলম লালটু, জেলা চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ধান্য চাল আড়তদার সমিতির সাধারন সম্পাদক নিরোদ বরন সাহা চন্দন, জেলা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি আতাউর রহমান  খোকা, বাংলাদেশ জুয়েলারী সমিতির সভাপতি, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় জেলার ২৪টি সংগঠনের সভাপতি ও সম্পাদকরা অংশ গ্রহন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com