শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

ভালো নেই চুনারুঘাটের ২৫ মৃৎশিল্পী পরিবার

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুটি গ্রামের ২৫টি মৃৎশিল্পী পরিবারের সদস্যরা অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন। দেশে করোনা পরিস্থিতির কারণে তৈরিকৃত পণ্য বিক্রি না হওয়ায় তাদের এই অবস্থায় পড়তে হয়েছে।

কয়েকমাস ধরে করোনাভাইরাস সংক্রমণরোধে দেশে কার্যত অবরুদ্ধ অবস্থা চলছে। হাট-বাজারে লোক সমাগম কমে গেছে। এতে কাজিরখিল গ্রামের ১৩টি ও খনকারিগাঁও গ্রামের ১২টি মৃৎশিল্পী পরিবার তৈরিকৃত জিনিসপত্র বিক্রি করতে পারছেন না। কিছু কিছু বিক্রি হলেও সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না।

মৃৎশিল্পী গৌপেন্দ্র পাল, মনিন্দ্র রুদ্র পাল, মিনতি রুদ্র পালসহ কয়েকজন বলেন, এ পরিস্থিতিতে তারা দিশেহারা। কঠোরশ্রমে তৈরি জিনিসগুলো বিক্রি করতে পারছেন না। এরপরও সুদিনের আশায় কিছু কিছু জিনিস তৈরি অব্যাহত রেখেছেন।

স্থানীয় সমাজসেবক কাজী সুজন বলেন, কুমারপাড়ার মানুষের অর্ধাহারে-অনাহারে থাকার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কুমারপাড়া পরিদর্শন করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত দাশ রায় বলেন, তাদের তৈরি মাটির কলস ক্রয় করবে উপজেলা প্রশাসন। এসব কলস কালেঙ্গা ও সাতছড়ি বনের গাছের ডালে স্থাপন করা হবে। নানা প্রজাতির পাখি সেই কলসে নিরাপদে বাসা তৈরি করবে। এতে পাখির সংখ্যা বৃদ্ধি পাবে। কলস বিক্রি করে মৃৎশিল্পীরাও আর্থিকভাবে লাভবান হবে।

পরিকল্পনা অনুযায়ী দ্রুত কলসগুলো ক্রয় করা হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যুব উন্নয়ন থেকে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com