মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

নৌডুবিতে নিখোঁজ সেই ব্যবসায়ীর লাশ হাওরেই ভেসে উঠলো

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: নৌডুবিতে নিখোঁজের তিনদিন পর হাওরেই ভেসে উঠলো কিশোরগঞ্জের সেই ব্যবসায়ী স্বপন মিয়া’র (৩৫) লাশ।

শুক্রবার সকাল ৬টায় সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রাম লাগোয়া চুনখলা হাওরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত স্বপন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে। তার স্ত্রী ও এক শিশু পুত্র রয়েছে।

প্রসঙ্গত, দরিদ্র পরিবারের কিশোরগঞ্জের সন্তান স্বপন মিয়া বয়োবৃদ্ধ মাতা পিতা ও পরিবারের সদস্যদের জীবন জীবিকার তাগিদে সুনামগঞ্জের তাহিরপুরের দুধের আউটা গ্রামে থেকে গত প্রায় ১৩ হতে ১৫ বছর ধরে হাওর ও সীমান্তজনপদে ছোট নৌকায় ফেরী করে তৈল ব্যবসা করে আসছিলেন।

জানাযায়, স্বপন কাঠের তৈরী নিজস্ব ছোট নৌকায় ফেরী করে প্রতিদিনের ন্যায় তাহিরপুরের সীমান্তজনপদ লালঘাটসহ বিভিন্ন গ্রামে তৈল বিক্রি শেষে বুধবার বিকেলে দুধের আউটা গ্রামে ফিরছিলেন। ওই সময় ঝড়ো বাতাসে নৌ ডুবিতে উপজেলার চুনখলা হাওরে নিখোঁজ হন তিনি।
বুধবার সন্ধার দিকে হাওরে ডুবে যাওয়া নৌকা তৈলের কন্টেইনার, খাদী ও বাঁশের ভাড় স্থানীয় লোকজন উদ্ধার করেছেন।  অপরদিকে বুধবার বিকেল হতে রাত অবধি স্থানীয় লোকজন এবং পরদিন বৃহস্পতিবার বেলা ১১টা হতে বিকেল সাড়ে ৫টা অবধি সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই হাওরে উদ্যার অভিযান চালিয়ে তার কোন  সন্ধান পাননি।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান,খবর পেয়ে নিহত স্বপনের ভগ্নিপতি জিল্লুর রহমানসহ পরিবারের লোকজন বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর এসে পৌছেন, যেহেতু এখন তার লাশ পাওয়া গেছে এমনকি কোন ধরণের অভিযাগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com