রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার হাটে গরু ছাগলের অতিরিক্ত টোল আদায় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ইজারাদারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে সাড়ে ৩ টায় উপজেলার সাপ্তাহিক গরুর-ছাগলের হাঁটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সরকারি ভাবে নির্ধারিত মূল্যে টোল আদায় করা, হাট চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ হাটে মাস্ক ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইজারাদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন। এসময় তিনি উপস্থিত সকল ক্রেতাসাধারণকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করেন।