বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য বিভাগ থেকে চুনারুঘাট উপজেলাকে ইতোমধ্যে রেড জোন হিসাবে ঘোষণা করায় উপজেলা প্রশাসন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে ।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রেড জোনভুক্ত এলাকা গুলিতে যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাজারে মাস্ক না পড়ায় কয়েকজনকে জরিমানা করা হয়।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায় চুনারুঘাট পৌর এলাকা, গাজীগঞ্জ বাজার, রানীগাঁও, সুন্দরপুর, সাটিয়াজুরী, বাসুদেবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খাঁন।
চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে সহযোগীতা করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ জানান, রেড জোনে বিনা প্রয়োজনে কেউ বাসা বাড়ি থেকে বের না হওয়া। অপ্রয়োজনে ঘুরাফেরা না করা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা সবাইকে মেনে চলার জন্য আহ্বান জানান। যদি কেউ নির্দেশনা না মানেন তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।