রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হবিগঞ্জ জেলা কারাগারে শাহীন আহমেদ (৩৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত ১২ জুন মাদক আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়। তিনি জেলার চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের সালেহ আহমেদের ছেলে।
কারাগার সুপার জয়নাল আবেদীন জানান, গত ১২ জুন কারাগারে আসেন শাহীন। তার বিরুদ্ধে মামলাটি বিচারাধীন রয়েছে। কারাগারে আসার পর থেকেই তিনি শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তার শরীরে জ্বর এলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) তিনি মারা যান।
তিনি আরও জানান, মৃত্যুর পর পরই শাহীনের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার শরীরে করোনা রয়েছে কি-না বিষয়টি নিশ্চিত হওয়া যাবে রিপোর্ট আসার পর।