মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২০৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৩১ জন। মোট শনাক্ত ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন সুস্থ হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮ টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৬৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।