বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সিলেটে সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সেশনজট মুক্ত শিক্ষাবর্ষ ও অটো প্রমোশনের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিলেটের উসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ,নর্থ ইস্ট মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ,উইমেন্স মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের দুইশতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, “করোনা মহামারিতে যখন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেখানে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফ পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। অবিলম্বে তা বাতিল করে বিকল্প বা অটো প্রমোশন দেয়ার দাবি জানান তারা। সেই সাথে সেশনজট পরিহার করে অনতিবিলম্বে পরবর্তী সেশনের অনলাইন ক্লাস শুরুরও দাবি তাদের।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com