বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে কুমিল্লার লাকসাম থানা পুলিশের আয়োজনে উপজেলার ১১টি বিট পুলিশিং ইউনিট কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে ১১টি বিট পুলিশিং ইউনিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ইউপি সদস্য, সমাজপতি, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।