সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা ও রিমা

রিনা আক্তার এবং রিমা সুলতানা রিমু। ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক: ২০২০ সালের শীর্ষ ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভবাশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।

তালিকার ছয় নম্বর নামটি রিনা আক্তারের। করোনা মহামারির সময় আয়হীন যৌনকর্মীদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন রিনা। তিনি ও তার সহযোগীরা সপ্তাহে প্রায় ৪০০ খাবার পৌঁছে দিয়েছেন যৌনকর্মীদের ঘরে। একসময় যৌনকর্মী হিসেবে কাজ করা রিনা আক্তার বিবিসিকে বলেন, ‘মানুষ আমাদের অবজ্ঞা করেভ। কিন্তু, আমরা পেটের দায়ে এ কাজ করি। আমি চেষ্টা করছি যেন এই পেশার নারীরা অভুক্ত না থাকে এবং তাদের সন্তানদের এই পেশায় আসতে না হয়।’

তালিকার ৮৫ নম্বর নামটি ইয়ং ওমেন লিডার ফর পিসের একজন সদস্য রিমা সুলতানা রিমুর। কক্সবাজারের বাসিন্দা রিমা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন। তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা, যেমন: স্বাক্ষরজ্ঞান, সংখ্যাজ্ঞান, নিশ্চিত করতে ক্লাস পরিচালনা করেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চার জন, পাকিস্তানের দুই জন, আফগানিস্তানের দুই জন এবং নেপালের একজন নারী রয়েছেন এই শীর্ষ ১০০ নারীর তালিকায়।

বিবিসি এই তালিকা তৈরির জন্য নিজস্ব টিম এবং বিবিসির বিভিন্ন ভাষার নেটওয়ার্ক টিমের সমন্বয়ে নামের একটি শর্ট লিস্ট করে। সেখানে প্রধান্য পায় বছরের আলোচিত বা গুরুত্বপূর্ণ শিরোনাম তৈরি করেছেন যারা, সেই সব নারীরা। খবরে না আসা নারীরাও বাদ যান না। তাদের গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক কাজগুলোকে তুলে ধরার চেষ্টাতেই এই তালিকা তৈরি করে বিবিসি।

এ বছরের থিম ছিল ‘পরিবর্তনে নেতৃত্বদানকারী নারী’। সে অনুযায়ী শর্ট লিস্ট থেকে চূড়ান্ত ১০০ জনের তালিকা তৈরি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com