বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা ও রিমা

রিনা আক্তার এবং রিমা সুলতানা রিমু। ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক: ২০২০ সালের শীর্ষ ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভবাশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।

তালিকার ছয় নম্বর নামটি রিনা আক্তারের। করোনা মহামারির সময় আয়হীন যৌনকর্মীদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন রিনা। তিনি ও তার সহযোগীরা সপ্তাহে প্রায় ৪০০ খাবার পৌঁছে দিয়েছেন যৌনকর্মীদের ঘরে। একসময় যৌনকর্মী হিসেবে কাজ করা রিনা আক্তার বিবিসিকে বলেন, ‘মানুষ আমাদের অবজ্ঞা করেভ। কিন্তু, আমরা পেটের দায়ে এ কাজ করি। আমি চেষ্টা করছি যেন এই পেশার নারীরা অভুক্ত না থাকে এবং তাদের সন্তানদের এই পেশায় আসতে না হয়।’

তালিকার ৮৫ নম্বর নামটি ইয়ং ওমেন লিডার ফর পিসের একজন সদস্য রিমা সুলতানা রিমুর। কক্সবাজারের বাসিন্দা রিমা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন। তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা, যেমন: স্বাক্ষরজ্ঞান, সংখ্যাজ্ঞান, নিশ্চিত করতে ক্লাস পরিচালনা করেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চার জন, পাকিস্তানের দুই জন, আফগানিস্তানের দুই জন এবং নেপালের একজন নারী রয়েছেন এই শীর্ষ ১০০ নারীর তালিকায়।

বিবিসি এই তালিকা তৈরির জন্য নিজস্ব টিম এবং বিবিসির বিভিন্ন ভাষার নেটওয়ার্ক টিমের সমন্বয়ে নামের একটি শর্ট লিস্ট করে। সেখানে প্রধান্য পায় বছরের আলোচিত বা গুরুত্বপূর্ণ শিরোনাম তৈরি করেছেন যারা, সেই সব নারীরা। খবরে না আসা নারীরাও বাদ যান না। তাদের গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক কাজগুলোকে তুলে ধরার চেষ্টাতেই এই তালিকা তৈরি করে বিবিসি।

এ বছরের থিম ছিল ‘পরিবর্তনে নেতৃত্বদানকারী নারী’। সে অনুযায়ী শর্ট লিস্ট থেকে চূড়ান্ত ১০০ জনের তালিকা তৈরি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com