রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

চুনারুঘাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বিমানবাহিনীর সদস্য কারাগারে

মো. জামাল হোসেন লিটন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১নং আসামী ও বিমান বাহিনীর সদস্য খোকন ভৌমিককে (২৫) পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঢাকার বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাটি থেকে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

তিনি উপজেলার নালুয়া চা বাগানের মৃত নিবারণ ভৌমিকের ছেলে। এ মামলায় অপর আসামী বিশ্বজিত ভৌমিকের বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই আলী আজহার জানান,খোকন বিমান বাহিনীর এলএসএ পদে চাকুরিরত। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার বিমান বাহিনী কর্তৃপক্ষকে আসামী হস্তান্তরের জন্য পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে খোকনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার হবিগঞ্জের সার্কেল এ এসপি মোঃ নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন। একই সাথে তাকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলী আজহার।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ বলেন,ধর্ষণের অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় বিমান বাহিনী খোকনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মামলার অপর আসামী সেনাবাহিনীর সদস্য বিশ্বজিত ভৌমিকের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বোন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় একই বাগানের মৃত নিবারণ ভৌমিকের ছেলে বিমান বাহিনীতে সৈনিক পদে কর্মরত খোকনভৌমিক (২৫) ও মৃত সাগর ভৌমিকের ছেলে সেনাবাহিনীতে সৈনিক পদেকর্মরত বিশ্বজিৎ ভৌমিককে (২৪) আসামী করা হয়।

মামলায় বলা হয়, করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় ধর্ষনের শিকার মৌলভীবাজার কুলাউড়া ক্যামেলী ডানকান ফাউন্ডেশন স্কুলের নবম শ্রেণির ছাত্রী নালুয়া চা বাগানে তার বাবার বাড়িতে চলে আসে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খোকন স্কুল ছাত্রীকে হোম ওয়ার্ক করানোর কথা বলে একই বাগানের খোকনের ঘরেনিয়ে যায়। বাড়িতে কোনো লোক জন না থাকায় খোকন ভৌমিক তার বন্ধু বিশ্বজিৎ ভৌমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষিতা স্কুলছাত্রী লোকলজ্জা ও ভয়ে বিষয়টি গোপন রাখে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তার বড় বোনলাকীকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com