বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে
পাশের আরেকটি প্লটেও চুরি সংঘটিত হয়।
শুক্রবার (নভেম্বর ২৭) রাত সাড়ে ৯টার দিকে নগরের আম্বরখানার হাউজিং এস্টেটে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তবে এ সময় পরিবারের কেউ বাসায় ছিলেন না।
খবর পেয়ে রাতে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হাউজিং এস্টেটের ২৮/বি নম্বর বাসাটি খালি থাকার সুযোগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চুরির ঘটনা ঘটে। নাদেল সপরিবারে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে চুরি হওয়া মালামাল ও এর ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে জানতে শফিউল আলম চৌধুরী নাদেলের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।
এদিকে, নাদেলের পাশের ফ্লাটের বাসিন্দা আশিকুর রহমানের বাসায়ও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাত ৯টার দিকে হাউজিং এস্টেট ২৮/২ নম্বর বাসার নিচতলা বাসিন্দারা আত্মীয়ের জানাজা পরবর্তী খোঁজখবর নিতে তাদের বাসায় যান। এরপর রাত ১০টার দিকে তারা বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা এবং বাসার সবকিছু তছনছ করে রাখা।
তার বাসায় প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়া ওপরের তলায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার তালাও ভাঙা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, একদল এখন পুলিশ ঘটনাস্থলে আছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।