সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাস্ক পরা থাকলেই মিলছে ফুলেল শুভেচ্ছা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী প্রচারণা দেখা গেছে। এই প্রচারণা চালিয়েছেন সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর বেলা শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজিত স্বাস্থ্য সচেতনতা বুথ থেকে এ প্রচারণা চালানো হয়। এ সময় সড়কে মাস্কবিহীনদের মূখে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। আর যারা মাস্ক পরে বের হয়েছেন তাদের দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা। এমন ব্যতিক্রমী আয়োজনে পথচারিরা খুশী হন। আর মাস্ক ব্যবহারে উৎসাহি হন মাস্কবিহীন পথচারীরা। এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন শ্রীমঙ্গল থানা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।