মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জেলা পুলিশের মাস্ক সপ্তাহ পালনের অংশ হিসে থানায় থানায় চলছে মাস্ক সপ্তাহ পালন কর্মসূচি । এ ধারাবাহিকতায় শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে মাস্ক সপ্তাহ পালিত হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডের সম্মূখে স্থাপিত স্বাস্থ সচেতনতামূলক বুথ থেকে পরিচালিত প্রচারণা অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও স্বাস্থ্য সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জের সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক প্রমূখঃ এসময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
মাস্ক পরুন সেবা নিন, এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে জেলার প্রতিটি থানায় একযোগে চলছে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক সপ্তাহ।