মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভাস্কর্য আর মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

সংসদ সদস্য ফরিদুল হক খান | ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক: নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়। পৃথিবীর প্রায় সব দেশেই ভাস্কর্য আছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আলোচনা করেই (চলমান সমস্যার) সমাধান করা হবে।’

আজ রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই কয়েনে ছবি আছে। তেমনি আমাদের টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে, তারা না বুঝে করছে।’

‘আমরা সবাই কমবেশি জানি, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু দুষ্টু লোক থাকে, যারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেসব দুষ্টচক্রকে কঠোর হস্তে দমন করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের পবিত্র সংবিধানের অন্যতম মূলনীতি হল ধর্ম নিরপেক্ষতা। এ ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দেশের সব সম্প্রদায়ের মানুষ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে নৈতিকতা ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নিরলসভাবে কাজ করে যাব। প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার আলাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হজ্জ ব্যবস্থাপনা যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সারাদেশে মডেল মসজিদ নির্মাণ, মঠ-মন্দির, প্যাগোডা সংস্কার ও উন্নয়ন, মসজিদ, মন্দির, প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে সবার সহযোগিতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com