রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

আজ লাকসাম হানাদার মুক্ত দিবস

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি: আজ ১১ ডিসেম্বর কুমিল্লার লাকসাম হানাদার মুক্ত দিবস। পাকবাহিনীর কবল থেকে এ দিনে স্বাধীনতাকামী মুক্তিবাহিনী লাকসামকে হানাদার মুক্ত করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় থ্রী-এ সিগারেট ফ্যাক্টরীতে পাকবাহিনী বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাসহ প্রায় ১০ হাজার নিরীহ নারী পুরুষকে ধরে এনে নির্বিচারে হত্যা করে রেলওয়ে জংশনের দক্ষিণ পাশ্বে বেলতলী নামক স্থানে গর্ত করে তাঁদের পুঁতে রাখে। ওই বেলতলী বধ্যভূমি এখন কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে মাটি খুঁড়লেই মিলে হাজার হাজার হাড় কঙ্কাল। সেই দুর্বিষহ নির্মমতা আর নির্যাতনের কথা ভুলতে পারেনি কেউ।

এদিকে, যুদ্ধকালীন পাকবাহিনীকে প্রতিরোধ করতে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় চারটি সশস্ত্র বাহিনী গঠিত হয়। এ বাহিনীর দায়িত্বে ছিলেন সুবেদার আবদুল জলিল, ক্যাপ্টেন মাহবুব, ব্রিগেডিয়ার দিদারুল আলম, মেজর এনাম আহমেদ, ফ্লাইট সার্জন ছিদ্দিকুর রহমান। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে ২জন, হাসনাবাদে ২২জন, গৈয়ারভাঙ্গায় ৪জন, খিলা রেলওয়ে ষ্টেশনে ২ ছাত্র, মিশ্রিতে আবদুল খালেক, কামড্ডায় আবুল খায়ের, মোস্তফা কামাল, সোলাইমানসহ বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। অবশেষে সম্মুখ যুদ্ধে পাকবাহিনী পরাজিত হয়ে পিছু হটলে ১১ ডিসেম্বর লাকসাম হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে আজ উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ বেলতলী বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com