সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

শ্রীমঙ্গলে ৫ দফা দাবীতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের উদ্যোগে ৫ দফা দাবি নিয়ে সারা দেশের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে শ্রীমঙ্গলে কর্মরতরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ শ্রীমঙ্গল শাখার নেতৃবৃন্দের উদ্যোগে শহরের কলেজ রোডে উদয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, দেশের ৩য় শ্রেণী সকল কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১ তম বাস্তবায়ন ও শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা। পেশাগতমান উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য ট্রেনিং এর ব্যবস্থা করা। শিক্ষামন্ত্রণালয় প্রণীত চাকুরিবিধি-২০১২ সালের বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি দেয়া। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা।

এসময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী মো.জিলাল মিয়া তাদের ৫ দফা দাবী বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিরঞ্জন দেব, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কমল চন্দ্র দাস, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. তবারক আলী, দি বাডস রেসিডেনস্যিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অফিস সহকারী কেসব দেবনাথ প্রমুখ।

পরে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর নিকঠ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com