মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বই দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের নতুন বই অভিভাবকরা এবং মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা বই নিচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর পর্যায়ক্রমে বই বিতরণ করা হবে। এক দিনেই সব শিক্ষার্থী নতুন বই পাচ্ছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দিন এই কার্যক্রম চলবে।
সরকারের সিদ্ধান্তে জানা যায়, করোনার সংক্রমণ রোধে এ বছর একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ৩ দিন করে বই দেওয়া হচ্ছে। মাধ্যমিকে ১২ দিনের মধ্যেই বই বিতরণ শেষ হবে। তবে যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে এক দিনেই বই দেওয়া হচ্ছে।
এ বছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে প্রায় সাড়ে ৩৪ কোটি নতুন বই তুলে দিচ্ছে সরকার।