শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : ধারাবাহিকভাবে দারুণ বোলিংয়ে নিজের দাবি জানিয়ে রাখা হাসান মাহমুদ পেলেন প্রত্যাশিত ডাক। তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান।
তিন ম্যাচের সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল দিয়েছে বিসিবি। অনুমিতভাবেই আছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান।
সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আল আমিন হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দেওয়া ২৪ জনের প্রাথমিক দলেই ছিলেন না মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলাম।
কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তাসকিন আহমেদ। রুবেল হোসেনের সঙ্গে দলে ফিরেছেন এই পেসারও।
বিয়ের ছুটির জন্য জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেও খেলা হয়নি তার। সেই ম্যাচে অভিষেক হওয়া নাঈম পাননি ব্যাটিং। এবার জায়গা হারালেন দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হাসানের। লক্ষীপুরের ২১ বছর বয়সী এই পেসার নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৪.৫৫ গড়ে ১৬ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। তবে পরিসংখ্যানে পড়েনি তার সামর্থ্যের ছাপ। সহজাত গতি, দুই দিকে সুইং, দারুণ স্লোয়ার ডেলিভারি আর পরিস্থিতি বুঝে মাথা খাটিয়ে বোলিংয়ে তিনি নিজেকে চিনিয়েছেন আলাদা করে। ম্যাচের পর ম্যাচ ভালো করছেন, নেটে ছড়াচ্ছেন মুগ্ধতা।