রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজার জেলায় এসে পৌঁছেছে মহামারি করোনাভাইরাসের টিকা।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে করোনার টিকাবাহি গাড়ি মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ সময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিকা গ্রহণ করেন। টিকা গাড়ি থেকো নামিয়ে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখা হয়।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুরশেদ মৌলভীবাজার জানান, এ জেলার জেলার জন্য প্রথম ধাপে ৫ কার্টুনে ১২ হাজার ভায়েলে ৬০ হাজার ডোজ করোনাভাবরিাস টিকা এসে পৌঁছেছে। এই টিকা ৩৬ হাজার মানুষকে প্রথমবার দেওয়া যাবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে টিকা।