বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

দু’দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

ফয়সল আহমেদ চৌধুরী, বাহুবল থেকে: ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিন ব্যাপী উন্নয়ন প্রদর্শনী মেলা গতকাল রোববার শেষ হয়েছে।

 

গত শনি ও রোববার কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে মেলাসহ বিভিন্ন কর্মসূচিগুলো পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- শনিবার সকাল ১০টায় র‌্যালি ও উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় “স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১১টায় উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, সাড়ে ১২টায় মেলার স্টল পরিদর্শন, বিকাল ৪টায় তরুনদের জন্য- জারি পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ভিডিও প্রদর্শনী, স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ চিত্র/ ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

রোববার সকাল ১০টায় “রূপকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনার, দুপুর ১২টায় উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, দুপুর আড়াইটায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শনী, বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠান।

 
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, প্রাণী সম্পদ কর্মকর্তা ভাষ্কর চন্দ্র তালুকদার, যুব উন্নয়ন অফিসার হেসেন শাহ, কৃষি অফিসার আব্দুল আউয়াল, মৎস্য অফিসার মিছবাহ উদ্দিন, মেডিকেল অফিসার ডা. নিয়াজ উজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ শহীদ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, খাদ্য পরিদর্শক নজীর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, উপজেলা প্রকৌশলী খন্দকার আফর আহমদ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রুমেন চন্দ্র রায়, পল্লী বিদ্যুতের ওয়ারি পরিদর্শক কামরুজ্জামান, সাব-রেজিস্ট্রার আব্দুস সামাদ আজাদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, তথ্য আপা জয়া সাহা, আনসার ভিডিপি অফিসার রানা বণিক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার ও ইউএনও’র সিএ মোহাম্মদ আলী।

 

মেলায় মোট ৩০টি স্টল অংশ গ্রহণ করে। এর মধ্যে বাহুবল প্রাণী সম্পদ অফিস ১ম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় ও উপজেলা প্রকৌশল অফিসের স্টল ৩য় স্থান অর্জন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com