সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

তরফ নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাতেই রাজধানীর বসুন্ধরার একটি বেসরকারি হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমরা তো আগেই বলেছি ম্যাডামের (খালেদা জিয়া) সিটি স্ক্যান করতে হবে। আজ রাতেই স্ক্যান করা হবে।”

এর আগে সন্ধ্যায় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খুব দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে।

খালেদা জিয়ার শারীরিক টেস্ট প্রসঙ্গে ডা. সিদ্দিকী বলেন, “টেস্টে সবই ক্লিয়ার আছে। তাই মনে করছি, তিনি স্ট্যাবল আছেন। কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরো সতর্ক থাকতে হবে। যেকোনো এক সময় সিটি স্ক্যান করাবো। অক্সিজেনের অবস্থাও মোটামুটি ভালো আছে। খুব দ্রুত সিটি স্ক্যান করার পর বুঝতে পারবো বাসায় রেখে তার চিকিৎসা হবে, নাকি কোনো হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com