সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওরে মাঠ দিবস অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ধান গবেষনা ইনস্টিটিউ উদ্ভাবিত ধান হাইব্রিড বি ৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুঙ্গিয়াজুরি হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ নাগুরা ধান গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোজাম্মেল হক, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম, এসেড এর নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে ধান কর্তন করে ওজন দিয়ে দেখা যায় বি-৫ জাতের ধানে প্রতি বিঘায় ৩৫ মন ধান ফলন হয়েছে। এতে করে কৃষকরা আগামীতে এ জাতের ধান উৎপাদনে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

হবিগঞ্জ নাগুরা ধান গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোজাম্মেল হক বলেন, বি ৫ জাতের ধান চাষ করে কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছে। প্রতি বিঘায় ৩৫ মন ধান ফলন হয়েছে। কৃষকের বাম্পার ফলনে এলাকার সাধারণ কৃষকরা অত্যন্ত খুশি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com