শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত ও দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করছে জেলা প্রশাসন।
সোমবার (২৬ এপ্রিল) তিত্বীয় দিনের মতো জেলা প্রশাসক মীর নাহিদ আহসান (ডিসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত ২৪ এপ্রিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী প্রেরণ করা হয়।
এসব খাদ্যসামগ্রী জেলা প্রশাসন প্রকৃত প্রাপ্যদের মাঝে বন্ঠন করে যাচ্ছে। উপহার সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং ১ লি. ভোজ্য তেল।