শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের বিশিষ্ট রাজনীতিবিদ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বনফুল নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বাবুলের পিতা শ্রীমঙ্গল গুহ রোডের বাসিন্দা কাজী মতিউর রহমান ওরফে জহুর(৬৭) গত রাত ১.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার লাইফ লাইন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।
অমায়িক, স্বজ্জন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সর্বশেষ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন নাঢ্য সংগঠন শোক জানিয়েছে।
একজন পরিছন্ন রাজনীতিবিদ উল্লেখ করে এক শোকবার্তায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল বলেন, আমরা একজন ত্যাগী নির্লোভ রাজনৈতিক কর্মীকে হারালাম। দুঃসময়েও তিনি আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ ও শ্রীমঙ্গলবাসী উনাকে আজীবন মনে রাখবে।