বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে পরিবেশ বিপর্যয়কারী নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণ করে রাখায় দুই কারবারিকে ২০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি প্রতিষ্টানে অভিযান চালিয়ে ১ শত ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আলমগীর এবং এএসআই সারোয়ার হোসেন সহ পুলিশের একটি টিম শ্রীমঙ্গল কালাপুর ইউনিওনের ভৈরববাজারে অভিযান চলায়। এসময় ২ টি দোকানে প্রায় ১৫০ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করে ।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রট সহকারী কমিশনার ( এসিলেন্ড) মোঃ নেছার উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ পলিথিন বিক্রয় ও সংরক্ষণ এর অপরাধে দুই কারবারিকে বিশ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।