শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাধবপুরে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিআইও বরখাস্ত

তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে  উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে প্রায় ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (ত্রাণ প্রশাসন শাখা) শফিকুল আলম সাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা তার বিরুদ্ধে থানায় চেক জালিয়াতির একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ। এরপর ১৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের দেয়া অভিযোগটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com