মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাচ্চু মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর নামে কোতোয়ালি থানায় ১৫টি মামলা রয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শম্ভুগঞ্জ বাজারের পাশে একটি জায়গায় বসে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে। ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে বাচ্চুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি ও চারটি গুলির খোসা উদ্ধার করেছেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।
ওসি আশিকুর রহমান বলেন, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়েছেন। তাঁরা ময়মনসিংহ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।