তরফ নিউজ ডেস্ক : অবশেষে জামিন পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন মঞ্জুরের আদেশ দেন।
গত সোমবার রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার অভিযোগে রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে বৃটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দ-বিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে বিচারক রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।