সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

বিধিনিষেধ বাড়লো ৩০শে মে পর্যন্ত, চলবে দূরপাল্লার বাস

তরফ নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ৩০শে মে পর্যন্ত করেছে সরকার। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলায় সব ধরনের গণপরিবহন (দূরপাল্লার বাস) চলাচলের অনুমতি দেয়া হয়েছে। হোটেল-রেস্তুরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খাওয়ারও অনুমতি দেয়া হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে  এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত মাসের শুরুতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ৫ই এপ্রিল শুরু হওয়া এই বিধিনিষেধ দফায় দফায় বাড়ানো হয়। তবে মানুষের জীবিকার তাগিদে কিছু শর্ত শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকান, মার্কেট, শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ জেলা শহরগুলোতে চলাচলের অনুমতি দেয়া হয়েছে গণপরিবহনগুলোকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com