শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের জেএসসি ও জেডিসিতে কাঙ্খিত ফলাফল করতে না পারায় পরীক্ষার খাতা পূণ:মূল্যায়নের আবেদন করেছে ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী। এরমধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে প্রায় সাড়ে ৪ হাজার গণিত ও ইংরেজিতে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে নিরীক্ষণ শুরু হবে। ফলাফল দেওয়া হবে ২৪ জানুয়ারি।
তিনি বলেন, গতবারের তুলনায় এবার আবেদন সামান্য কম পড়েছে। তবে গত বছরের সংখ্যাটা দিতে পারেননি তিনি।
এবার জেএসসিতে কোড-১০১ বাংলা প্রথম পত্রে আবেদন পড়েছে ১ হাজার ২২৪টি, কোড-১০২ বাংলা দ্বিতীয়পত্রে ২জন, কোড-১০৭ ইংরেজি প্রথমপত্রে ৯০৯ জন, কোড-১০৮ ইংরেজি দ্বিতীয়পত্রে (অনিয়মিত) ২৩ জন, কোড-১০৯ গণিতে ২ হাজার ৩৪৯ জন, কোড-১১১ ইসলাম ও নৈতিক শিক্ষায় ৪২৩ জন, কোড-১১২ হিন্দু ও নৈতিক শিক্ষায় ৫৫, কোড-১২৭ বিজ্ঞানে ১ হাজার ১৮, কোড-১৫০ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৬৬৭, কোড-১৫১ গার্হস্থ্য বিজ্ঞানে ১ জন এবং কোড-১৫৪ তথ্য যোগাযোগ ও প্রযুক্তিতে ১১৫ জন নিরীক্ষণের আবেদন করেছেন।
এবারের জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ১৯ হাজার ৬ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৯.৮২। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার৬৯৮ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ ও গোল্ডন জিপিএ-৫ বঞ্চিত শিক্ষার্থীদের বেশির শতাংশ নিরীক্ষণের আবেদন করেছেন।