সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানি পাইপলাইনে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। ওই পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে।
কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
হিদালগো রাজ্যের গভর্ণর ওমর ফায়েদ জানান, পাইপ ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় স্থানীয় লোকজন কাড়াকাড়ি করে তেল নেয়ার সময় সেখানে আগুন লেগে যায়। এতে কমপক্ষে ২০ জন আগুনে পুড়ে মারা যায়।
ফায়েদ স্থানীয় ফারো টিভিকে বলেন, ‘এ ঘটনায় ২০ জন আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এবং আরো ৫৪ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’