শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হরয়ছে। সে জগন্নাথপুরের আব্দুল হাসিমের পুত্র সাহেদ আহমদ (৩৩)।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মোকামবাজার নিতেশ্বর পল্লিবিদ্যুৎ অফিসের সামনা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০পিছ ইয়বা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়। জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের নেতৃত্বে গোন্দো সদস্যরা অভিযান চালান।
মোহামামদ বদিউজ্জামান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলা থেকে মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের অভিযান অভিযান চলমান রয়েছে।