শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ময়নামতির তুতবাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ড্রামট্রাক চাপা দেওয়ায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোরে কুমিল্লার ময়নামতির তুতবাগান এলাকায় কুমিল্লামুখী সিএনজিকে পেছন দিক থেকে ড্রামট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়।’
নিহতরা হলেন—সাদকাপুর গ্রামের মৃত ছফর আলীর ছেলে অটোরিকশাচালক জুলহাস মিয়া (৬০), আবুল হাসেমের ছেলে অটোরিকশার যাত্রী জহিরুল ইসলাম (৩৫), কংসনগর গ্রামের দৌলতখানের ছেলে অটোরিকশার যাত্রী মোহাম্মদ জালাল (৪০) ও ছাগুরা গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম (৩৩)। নিহত অপর যাত্রীর নাম জানা যায়নি।
গুরুতর আহত ২ জনের একজন অটোরিকশার যাত্রী ও অপরজন ড্রামট্রাকের আরোহী। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পাশাপাশি নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।