সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

মার্চ থেকে বিমান বাংলাদেশের টিকিটসহ যাত্রীসেবা অনলাইনে

তরফ নিউজ ডেস্ক: মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই এয়ারলাইন্সের যাত্রীসেবা আরও উন্নত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গণভবন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, উদ্বোধন খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। স্মারক ডাকটিকিটের মূল্য ১০ টাকা।

এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ ডিজিটালাইজড করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মার্চ থেকে অনলাইনে প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম চালু হবে। এতে টিকিট বুকিংসহ যাবতীয় সেবা নিতে পারবেন যাত্রীরা।

অনুষ্ঠানে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ দুই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com