রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: কট্টরপন্থী সংগঠন তালেবানের হামলায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির রাজধানী কাবুলের পাশে ওয়ারদাক প্রদেশের মাইদান শহরে সেনা ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে বিস্ফোরণে ১২৬ জন নিহতের তথ্য তাদের কাছে আছে। তবে তিনি সেখানকার পরিস্থিতি বিস্তারিত ব্যাখ্যা করেননি।
ওয়ারদাক প্রদেশের এক কর্মকর্তা নিহতের সংখ্যা এক শ জন ছাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানান, গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তালেবান এই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে।
পাশের প্রদেশ লাগরে হামলায় আটজন নিহতের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে তালেবান।