রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

হাইকোর্টের আদেশ স্থগিত, রমজানে খোলা থাকবে স্কুল

তরফ নিউজ ডেস্ক: পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খোলা থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।

মঙ্গলবার দুপুরে শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ কে এম ফয়েজ।

গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর পর একজন শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে হাইকোর্টে রিট করেন। রবিবার রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করে রুল জারি করে আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ সোমবার ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। মঙ্গলবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com