রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে স্থানীয় এস এস ফুটবল একাডেমির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ের প্রতিবাদকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে যদি গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একজন ব্যারিস্টার সুমনকে হত্যা করে এদেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যাবে না। যারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের দোসররাই আজ ব্যারিস্টার সুমনকে হত্যার ষড়যন্ত্র করছে। একজন মানবতার ফেরিওয়ালা ও প্রতিবাদী কণ্ঠকে সরকার নিরাপত্তা দিতে হবে। এছাড়া অন্যথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রহমান চৌধুরী শাহেদ, জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেযারম্যান মোঃ তারা মিয়া, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেযারম্যান মোঃ সোহাগ রহমান, জেলা শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী, গীতিকার এম আর মামুন, মোহাম্মদ আলী, এস এস ফুটবল এতাডেমীর মোঃ লিটন মিয়া প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com