সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার চুনারুঘাট পকেট কমিটির প্রতিবাদে ঝাড়ু মিছিল মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল যাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক-এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হাই-এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিন।

উপস্থিত ছিলেন রায়ধর মাদ্রাসার মুহতামিম আবু সালেহ সাদী, জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুল করিম ফেরদাউস, অলুয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল বশির, জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল কালাম, হবিগঞ্জ তালিমুল নেছা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইদুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দল জলিল, হাফেজ মইনুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার সভাপতি ইসলাম উদ্দিন, ইউপি মেম্বার জৈন উদ্দিন, মুরুব্বি কামাল মিয়া, এবিএম শামসুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মাসুম আহমেদ।

উল্লেখ্য, নুরানী প্রতিযোগিতায় উপজেলার ১১০ প্রতিযোগি অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com