রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ বাহুবলে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুনারুঘাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু অলিপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

বাহুবলে দুটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে রবিন ব্রিকস ও নিউ রয়েল ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। সোমবার বেলা আড়াইটায় উপজেলার মিরপুর বাজারস্থ রবিন ব্রিকস থেকে এ অভিযান শুরু করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন, বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম, সেনাবাহিনী, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিসের লোকজন সহ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য।
অভিযানের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভাটার ভিতরে থাকা আগুন পানি দিয়ে নিভিয়ে দেন। পল¬ী বিদ্যুতের সদস্যরা বিদ্যুৎ সংযোগ করেন এবং এক্সেভেটর দিয়ে কিলিং ও চুলি¬ ভেঙ্গে দেয়া হয়। এসময় ভাটায় থাকা লক্ষ লক্ষ কাঁচা ইটও নষ্ট করা হয়।

নিউ রয়েল ব্রিকসের মালিক শেরু মিয়া বলেন, হাইকোর্ট থেকে কোন কাগজপত্র আমরা পাইনি। হুট করে ভ্রাম্যমান আদালত এসে ইটভাটা গুড়িয়ে দেয়ার ফলে আমি কোটি টাকার ক্ষতিতে পড়েছি। ব্যাংকে আমার বিপুল পরিমাণ লোন রয়েছে। এ লোন কিভাবে পরিশোধ করব তা নিয়ে হতাশায় আছি।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু বলেন, মিরপুর বাজারের রবিন ব্রিকস ও বশিনা এলাকার নিউ রয়েল ব্রিকস-এর পরিবেশ ছাড়পত্র নেই।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জে ৪টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। ইতোমধ্যে মিরপুর বাজারের রবিন ব্রিকস ভেঙে দেয়া হয়েছে। বশিনা এলাকার নিউ রয়েল ব্রিকস ভাঙার কাজ চলছে। পরবর্তীতে জেলার অন্য দু’টি ব্রিকসও ভেঙে গুড়িয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, তারা এক যুগ ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা চালিয়ে আসছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com