রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

মুক্তিযোদ্ধার স্ত্রী মানবেতর জীবন, ন্যায়বিচারের আকুতি

তরফ নিউজ ডেস্ক: সিলেটের সুবিদবাজারের বনকলাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ও সরকারি চাকরিজীবী মরহুম সৈয়দ তছির আহমদের তৃতীয় স্ত্রী সমছুন্নেহার সমছুন অভিযোগ করেছেন— সৎপুত্রদের নির্যাতন ও ষড়যন্ত্রে তিনি স্বামীর সম্পদ থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমছুন বলেন, মিথ্যা মামলা ও হামলার কারণে তিনি ও তার পক্ষের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার দাবি, স্বামীর প্রথম স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী রুনি বেগম ও তার সন্তানরা, পাশাপাশি অন্যান্য সতিন ও তাদের কিছু স্বজন, সম্পত্তি বণ্টনে তাকে বঞ্চিত করার জন্য একাধিক মামলা ও হয়রানিমূলক পদক্ষেপ নিয়েছেন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৭ সালে অসত্য তথ্য দিয়ে তার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করানো হলেও তদন্তে সমানভাবে তিন সতিনের মধ্যে ভাতা বণ্টনের সিদ্ধান্ত হয়। তবে পেনশনের টাকা ও বাড়ির অংশ এখনও পাননি তারা। এর মধ্যে মিথ্যা জালিয়াতির মামলাসহ অন্তত ১৯-২০টি মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একাধিক হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় গর্ভবতী মেয়ে রুজিনার সন্তান নষ্ট হয়ে যায়। এই ঘটনাগুলোর বিষয়ে মামলা ও জিডি হলেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।

সমছুন্নেহার দাবি করেন, তার মেয়ে রুজিনার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপমানজনক পোস্ট দেওয়া হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।তিনি সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি করে সংশ্লিষ্টদের মামলা-হয়রানি ও হানাহানি বন্ধের আহ্বান জানান। এ সময় তার মেয়ে ও ভাগ্না ময়না মিয়া উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com