বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এ যেন সড়ক নয়, একেবারে নদী! হবিগঞ্জের বাহুবল উপজেলার গুরুত্বপূর্ণ মিরপুর থেকে মহাশয়ের বাজার পর্যন্ত সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীক। নির্মাণের মাত্র কয়েক মাস না যেতেই রাস্তায় পানি জমে ছোট ছোট খালে পরিণত হয়েছে সড়কটি।
স্থানীয়দের অভিযোগ—এ দুরবস্থার কারণ বাহুবল উপজেলা এলজিইডি প্রকৌশলী ও ঠিকাদারের চরম অনিয়ম ও দুর্নীতি। অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং ঢালাইয়ের মান বজায় রাখা হয়নি। ফলে রাস্তার উচ্চতা কম হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়।
জানা যায়, মিরপুর–মহাশয়ের বাজার সড়কটি দিয়ে বাহুবল ও চুনারুঘাট দুই উপজেলার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। দ্রুত যোগাযোগের জন্য এই সড়কটি ছিল একমাত্র বিকল্প। কিন্তু সড়কটি নির্মাণের কিছুদিনের মধ্যেই তা ভেঙে পড়তে শুরু করেছে।
স্থানীয় গোলগাঁও গ্রামের বাসিন্দা শামীম আহমদ বলেন, “ঢালাইয়ের আগে রাস্তায় কখনো পানি জমে থাকত না। এখন সংস্কারের নামে এমনভাবে নিচু করে ঢালাই দিয়েছে যে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। এখন মনে হয় এটা সড়ক নয়, একটা নদী।”
স্থানীয়রা জানান, রাস্তাটির নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে তারা একাধিকবার ঠিকাদার ও প্রকৌশলীকে সতর্ক করেছিলেন। কিন্তু প্রকৌশলী বরং ঠিকাদারের পক্ষ নিয়েছেন। অভিযোগ আছে, প্রকৌশলী ‘ওয়ান পার্সেন্ট’-এর বাইরেও অতিরিক্ত উৎকোচ নিয়েছেন, যার ফলেই অনিয়মে চোখ বন্ধ করেছেন তিনি।
বর্তমানে রাস্তাটিতে পানি থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শত শত পথচারী, স্কুল–কলেজগামী শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পটি সরকারি উন্নয়ন বাজেটের আওতায় বাস্তবায়ন করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি—দুর্নীতি তদন্ত করে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে ভবিষ্যতে আরও এমন ‘নদীময় রাস্তা’ দেখা যাবে বাহুবলে।