বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

দিদার এলাহী সাজু: হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২২)। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। এদিকে ঘটনার পর ঘাতক বড় ভাই রনিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন।

স্থানীয় সূত্র জানায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে বড় ভাই মাদকাসক্ত রনি মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে ছোট ভাই মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে করেন। পরে দ্রুত সময়ের মধ্যে ঘাতক বড় ভাই রনিকে আটক করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com