রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাকসাম উপজেলায় বর্তমানরাই স্ব স্ব পদে পূণঃমনোনয়ন পেয়েছেন।
পূণঃমনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান পদে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূণঃরায় মনোনয়ন পাওয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মনোনয়ন প্রাপ্তরা।