মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

পেরুতে বাসে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় একটি বাসে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এতে আহত হয়েছেন আরো ৮ জন। লিমার উত্তরাঞ্চলীয় সান মারটিন ডি পরেস এলাকায় একটি দ্বিতল বাসে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রোববারের এ ঘটনা নিশ্চিত করেছে দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রথমে বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। অতি দ্রুত তা ছড়িয়ে পরে। বাসটি সান মারটিন থেকে চিক্লায়ো শহরে যাচ্ছিল। আগুন লাগার কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে। লিমার মেয়র জর্জ মুনোজ জানিয়েছেন, বাসটি যেখানে কয়লায় পরিণত হয়েছে সেই বাস স্টান্ডটিকে মাত্র এক সপ্তাহ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

কারণ এটি এমন একটি স্থানে ছিল যেখানে তেলের দোকান অবস্থিত। তিনি বলেন, নিহতদের প্রায় সকলেই বাসের দ্বিতীয় তলায় ছিল। তারা সে সময় জ্বালানি বহন করছিল নিজেদের সঙ্গে। এটি একটি গুরুতর ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com