মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শ্রীমঙ্গল মৌলভীবাজার, সংবাদদাতা : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা   নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলা ৯টি ইউনিয়নের কৃষকগন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

চলতি মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার এবছর দুই হাজার ৫০০ জন প্রান্তিক-ক্ষুদ্র কৃষকের প্রত্যেককে বিনামূল্যের ৫ কেজি আউশ ধান বীজ, ১৫ কেজি করে জিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।

এদিকে কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতির স্টল, মালচিং ও সেড পদ্বতিতে সব্জী চাষ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্টল, ভাসমান সবজী চাষ, ছাদে বাগান স্বজন, পাহাড়ের ঢালে ফল,  চাষ, সমন্বিত খামার ব্যবস্থাপনা স্টল, কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রসহ মোট নয়টি স্টল রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com