বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) থেকে : কুমিল্লার লাকসামে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের পরীক্ষায় প্রথম পত্রের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নপত্রের স্থলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করা হয়েছে। ওই ঘটনায় কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগে দুজনকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে, নতুন প্রশ্নে আগামী শনিবার সকাল ১০টায় ওই পরীক্ষা আবার নেওয়া হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০টায় কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। এ সময় প্রথম পত্রের নৈর্ব্যক্তিকের স্থলে দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নে বিলি করা হয়। মুহূর্তের মধ্যে সেটি পরীক্ষার্থীদের নজরে এলে অন্য সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু করে সংশ্লিষ্ট কতৃপক্ষ।