মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সমর্থনকারীদের একজন ভোটার এলাকার বাইরের হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফী ফুজায়েলের মনোনয়নপত্রটি বাতিল করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, সর্বমোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মাঝে যাচাই-বাছাই শেষে উল্লেখিত প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়। আগামী তিনদিনের মধ্যে তিনি আপিল করতে পারবেন।
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুকায়স্থ টিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান ও গাজী পারভেজ হাসান।
এদিকে আওয়ামী লীগ থেকে মিজানুর রহমান মিজানকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন পৌর আ’লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ আরো তিনজন। তবে বিএনপি থেকে মাঠে রয়েছেন শুধু ইসলাম তরফদার তনু।
সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে গত ২৮ নভেম্বর পদত্যাগ করেন মেয়র জিকে গউছ। আগামী ২৪ জুন মেয়র পদের উপ নির্বাচনে ভোট গ্রহণ হবে।